ইবলিশ কিভাবে কিছুটা হলেও সফল হয়েছে - হাসান মাহমুদ
সূরা আরাফ ১৭ ও বনী-ইসরাঈল ৬৪ - ইবলিশ প্রচন্ড প্রতিজ্ঞা করল মুসলিমদেরকে সে পথভ্রষ্ট করেই ছাড়বে, আল্লাহ তাকে সেটার অনুমতি দিলেন। আজ বিশ্ব মুসলিমের অবস্থা দেখে মনে হয়, ইবলিশ কিছুটা হলেও তো সফল হয়েছে !!
**********************************
A. সহি বুখারী ৯ম খন্ড হাদিস ১৭৪ - সাহল বিন সাদ বলিয়াছেন - "আমি রসূলকে বলিতে শুনিয়াছি - 'আমি সর্বাগ্রে কাউসারের থাকিব, সেখানে যাহারা আসিবে তাহারা উহা হইতে পানি পান করিবে এবং কখনো তৃষ্ণার্ত হইবে না। তখন কিছু লোক আসিবে যাহারা আমাকে চেনে এবং আমিও তাহাদিগকে চিনি। তখন আমার ও তাহাদের মাঝে একটি বাধা রাখা হইবে"। আবু সাঈদ আল খুদরি বলিয়াছেন, "ইহার পর রসূল (সা) বলিয়াছেন - "আমি বলিব উহারা তো আমারই লোক। তখন আমাকে বলা হইবে - আপনি জানেন না আপনার পরে ইহারা কি কি বদলাইয়াছে এবং নতুন কিছু যোগ করিয়াছে'। তখন আমি বলিব - দূর হইয়া যাও - আমার রহমত হইতে দূর হইয়া যাও যাহারা আমার পরে ইসলামকে বদলাইয়া দিয়াছ"!
****************************
B. সেজন্যই কি নবীজি (সা) একথা বলেছিলেন? :-
***************************************
C.
***************************
D. টাকার চুক্তিভিত্তিক ওয়াজ এবং বিভিন্ন ধরনের ইসলাম ব্যবসার সাথে আমরা যেন মসজিদে ইমামতির চাকরিকে গুলিয়ে না ফেলি। কারণ মসজিদের ইমামকে নামাজ পড়ানো, কখনো বাচ্চাদেরকে কোরআন-হাদিস শেখানোর পাশাপাশি মসজিদ পরিচ্ছন্ন রাখা, আয়-ব্যয়ের হিসাব রাখা, মসজিদের রক্ষণাবেক্ষণ এবং মেরামত সহ বিভিন্ন প্ল্যানিং করা ইত্যাদি অনেক কাজ করতে হয়। সেজন্য ওটা একটা চাকরি, ওটার বেতন জরুরী।
বাংলাদেশি আলেমের প্রশ্নোত্তর- রাসূল (সা) কোরআন শিখিয়ে টাকা নিতে নিষেধ করেছেন কিন্তু আলেমরা বিপরীত সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন - "কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া কি জায়েজ? শীর্ষ চার আলেমের মতামত শুনুন":- (জবাব:- সংক্ষেপে - কোরান শিক্ষা দিয়ে টাকা নেওয়া নাজায়েজ। রাসূল (সা) বলেছেন কেউ যদি কোরান শিক্ষা দিয়ে কোন কিছু নেয় তাহলে সে যেন জাহান্নামের আগুন গ্রহণ করল। কিন্তু তাঁর পরে আলেমরা এটাকে জায়েজ করেছেন):-
1. https://www.youtube.com/watch?v=KRX7aH6iydY
2. https://www.facebook.com/khurshed.alam.96930/videos/877695310883202?idorvanity=1237494316647904
**********************
Ea. "ইজমা" অর্থাৎ "আলেমদের ঐক্যমত"এর নামে ইসলামের মালিকানা হাতানো হয়েছে। দাবী করা হয়েছে :- "আলেমদের ঐক্যমত কোরানের কোন আয়াত বা রসুলের (স) সুন্নতের বিরুদ্ধে গেলে ধরিয়া লইতে হইবে কোরানের ওই আয়াত ও রাসুলের (স) ওই সুন্নত বাতিল হইয়া গিয়াছে।" পৃষ্ঠা ১৬ - "দি ডক্ট্রিন অফ ইজমা ইন ইসলাম" - মওলানা আহমদ হাসান, কিতাব ভবন, দিল্লি:- "Any Quranic verse which contradicts the opinions of ‘our masters’ will be construed as having been abrogated, or the rule of preference will apply thereto. It is better that the verse in question be interpreted in such a way that it conforms to their opinion”,
পৃষ্ঠার ছবি :-
(Eb) পৃষ্ঠা ২০৩ - "প্রিন্সিপলস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স - ড. হাশিম কামালি - “Some Hanafi and Mutazili scholars have held the view that IJMA can abrogate a ruling of the Quran or the Sunnah”.
(Ec) ইমাম মোহাম্মদ তৌহিদী ইজমা'র নামে ইসলামের মালিকানা হাতানোর প্রতিবাদ করেছেন -"দি ট্র্যাজেডি অফ ইসলাম" পৃষ্ঠা ৯৪।
(F) My FB post - 12 March 20256:-
ইসলামে নারীর সম্মান!! LINK:- https://www.youtube.com/shorts/WpvhORhmykE
**-বোকা মেয়ে দুটো যেতে পারতো মুভিতে বা বন্ধুদের সাথে ফুচকা খেতে,
**- কিন্তু ইসলামের টানে তারা ওয়াজে গিয়েছিল দুটো ইসলামী কথা শুনতে,
**- হাজারো লোকের সামনে ওয়াজকারী কুৎসিত হুংকার দিয়ে মেয়ে দুটোকে লাথি মেরে তাড়িয়ে দিতে বলেছে,
**- কোনো ইসলামী সংগঠন বা ব্যক্তিত্ব এর নিন্দা করেছেন কি? SHAME !
**- সামনে নির্বাচন, আমাদের নারী-ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি - কালের কণ্ঠ ১২ মার্চ ২০২৫,
**- তোমাদের লড়াই তোমাদেরকেই লড়তে হবে মেয়েরা !!
**- ভোটে তোমাদের ১২কোটি পায়ের প্রচণ্ড লাথি যেন এই পথভ্রষ্টকারীদের মুখের ওপরে পড়ে। কারণ উম্মতের জন্য নবীজি (সা) সর্বাধিক উদ্বিগ্ন ছিলেন এদেরকে নিয়েই - সুনান ইবনে মাজাহ ৫ম খন্ড হাদিস ৩৯৫২।
ALL MY BEST WISHES !!
**********************************
এইসব পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী তথাকথিত আলেমদের বিরুদ্ধে আমাদের প্রকৃত আলেমরা দাঁড়ালে আমাদের সর্বাত্মক সমর্থন পাবেন।